Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

লামা’য় বৌদ্ধ ধর্মালম্বলীদের প্রবারণা উৎসব উপলক্ষে খাদ্য শস্য বিতরণ

Link Copied!

বান্দরবান: লামা উপজেলায় বৌদ্ধ ধর্মালম্বলীদের প্রবারণা পুর্ণিমা উৎসব উপলক্ষে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর)সকালে লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে মাধ্যমে ৬৯ ধর্মীয় প্রতিষ্ঠানের (কেয়াং) প্রতিনিধির কাছে হস্তান্তর (বিতরণ)করা হয়।

এতে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশিদের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, আ,লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা,সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন প্রমূখ।

উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় এবারও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অধীনে লামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, লামা বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরের জি,আর খাতের আওতায় লামা উপজেলার বৌদ্ধ ধর্মালম্বলীদের প্রবারণা পুর্ণিমা উৎসব উপলক্ষ্যে সাড়ে ৩৪ টন খাদ্য শস্য বিতরণ করা হয়।