1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় ফার্মা কানেক্ট আয়োজিত - paharkantho
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা দেশের আলোচিত পর্ণ তারকা দম্পতি বান্দরবানে আটক নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক আটক বান্দরবানে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় ফার্মা কানেক্ট আয়োজিত

পাহাড়কন্ঠ ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ভারত ও বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে সহযোগিতা আরও গভীর করতে ঢাকায় ‘ফার্মা কানেক্ট’ শীর্ষক নেটওয়ার্কিং ও জ্ঞানবিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বিশ্বের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের কোম্পানিগুলোর অংশগ্রহণের আগেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু বছর ধরেই ভারত ও বাংলাদেশের ওষুধশিল্পের মধ্যে কার্যকর পরিপূরক সম্পর্ক বিদ্যমান। ভারতের বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিল্পশক্তি এবং বাংলাদেশের দ্রুত বিকাশমান উৎপাদন সক্ষমতা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরবরাহ চেইন শক্তিশালী করতে, নতুন প্রযুক্তি গ্রহণে এবং ভবিষ্যৎ মুখী বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বে ফার্মাসিউটিক্যাল খাত কৌশলগত গুরুত্ব বহন করে। তিনি জানান, এপিআই সংগ্রহ, প্রসেস টেকনোলজি ও ফার্মাসিউটিক্যাল যন্ত্রপাতি সরবরাহে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে।

ভার্মা আরও বলেন, “সহযোগিতা বাড়লে শুধু শিল্পোন্নয়নই নয়, বরং দুই দেশের জনগণের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি আশা প্রকাশ করেন, ‘ফার্মা কানেক্ট’ নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে এবং উদ্ভাবন-নির্ভর কাঠামোয় ভারত–বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বাপি) সভাপতি আব্দুল মুকতাদির বলেন, বাংলাদেশের ওষুধশিল্প বৈশ্বিক বাজারে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি হস্তান্তর, আরঅ্যান্ডডি সহযোগিতা এবং সরবরাহ চেইন সমন্বয় জোরদারে ভারতের সঙ্গে বাংলাদেশের আরও বড় ধরনের অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।

বাংলাদেশি ওষুধশিল্প প্রতিনিধিরা মনে করেন, এমন উদ্যোগ সীমান্তপারের সহযোগিতা বাড়াতে, প্রযুক্তি প্রাপ্তি সহজ করতে, সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করতে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশন এই আয়োজন করে।

আগামী ২৫–২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের বহু ফার্মাসিউটিক্যাল কোম্পানি অংশ নেবে—যা বিশ্বব্যাপী উৎপাদক, উদ্ভাবক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের অন্যতম বৃহত্তম মিলনমেলা হিসেবে পরিচিত।

আরো পড়ুন→রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a