বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে গত পনেরো দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্র রেংনয়া মুরুং (১৫)। সে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং হেডম্যান পাড়ার (৯ নংওয়ার্ড) এর সিংপাস ম্রো এর সন্তান। নিখোঁজ রেংনয়া বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র বলে জানাযায়।
তার পিতা সিংপাস ম্রো বলেন, আমরা আত্মীয় স্বজনসহ অনেক খোঁজাখুঁজির পরও আমার ছেলের কোনো খোঁজ মেলেনি। অসহায় হয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে এসেছি।
জিডি সূত্রে জানা গেছে, রেংনয়া ম্রো (১৫), পিতা, সিংপাস ম্রো, মাতা সং পুং ম্রো । গত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সময় হতে শুক্রবার, ২৬ সেপ্টেম্বর,২০২৫ ইং সকাল সাড়ে ১০ টার সময়ে বান্দরবান সদর থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকা হতে রেংনয়া ম্রো নিখোঁজ হয়।
তার গায়ের রং ফর্সা, সে নবম শ্রেণির ছাত্র। বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজ হতে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁঁজাখুঁজি করা হয়েছে, এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। সেক্ষেত্রে জিডি নং ১৩৪৫ তারিখ- ২৭/০৯/২০২৫ ইং। কেই সন্ধান পেয়ে থাকলে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুনঃ 01706-628887.।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। আরও নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য পুলিশ টিম কাজ করছে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে রাবার ধুমঘরে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা