Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক

আরাফাত খাঁন
আপডেট : November 16, 2025
Link Copied!

(১৫ নভেম্বর) শনিবার দুপুর ০২ টা ৪০ ঘটিকার অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের রেইসা আর্মি চেকপোস্টে ৬ রোহিঙ্গা আটক হয় সেনাবাহিনীর হাতে।

সেনাবাহিনী সূত্রে জানাযায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি‘র নির্দেশনা মোতাবেক রেইচা আর্মি ক্যাম্পের চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ০৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা নিজেদেরকে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় প্রদান করেন।

আটককৃরা হচ্ছেন, রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২), মোঃ সাগের (২১)। তারা সকলেই মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা)।

আরো জানাযায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে শিখার করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন→নাফাখুমে গোসলে নেমে পর্যটক নিখোঁজ