Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বিপুল ভোটে সপ্তম বার নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং

Babul Khan
আপডেট : January 7, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:পার্বত্য বান্দরবান(৩০০ নম্বর)সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে “বীর বাহাদুর উশৈসিং”(নৌকা প্রতীক)১৭২,৬৭১ভোটে ৭ম বার সাংসদ নির্বাচিত।নিকটতমপ্রতিদ্বন্দ্বী,এ.টি.এম. শহীদুল ইসলাম (লাঙ্গল )পেয়েছেন ১০,৩৬১ ভোট। শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকে ভোটকেন্দ্রে সাধারণ ভোটার উপস্থিতি নির্বিঘ্নে নিজের ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটার’রা।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন।

এই আসনে আওয়ামী লীগের একক প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। আসন থেকে টানা ৭ম বার সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের সর্বশেষ সংসদীয় (৩০০) নং আসন বান্দরবান এই সংসদীয় আসনে ১৮২টি কেন্দ্র। ৭ উপজেলার ৩৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এই সংসদীয় আসন।মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বিজয় লাভ করেন। ছাত্র জীবনে ভালো ফুটবল খেলোয়াড় এবং পরে রেফারি তাঁরপর খেলার মাঠ থেকে জাতীয় সংসদে। সেই থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রতিমন্ত্রী, মন্ত্রী সবই হয়েছেন। এখনও ”পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী।