ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজের সাংবাদিক গিডিয়ন লেভি জানিয়েছেন, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চলমান উত্তেজনায় লেবানের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোগ দিলে ইসরাইল এক কঠিন সঙ্কটের মুখোমুখি হবে।
রোববার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
সাংবাদিক গিডিয়ন লেভি বলেন, আমরা একটি সম্পূর্ণ আলাদ বাস্তবতার সম্মুখীন হবো যেখানে ইসরাইলকে দুটি ফ্রন্টে যুদ্ধ করতে হবে। তবে যদি দখলকৃত পশ্চিম তীর এর সাথে যোগ দিলে,সম্ভবত তিনটি যুদ্ধ করতে হতে পারে।
তিনি আরো বলেন, এটি একটি নতুন খেলা এবং ইসরাইল এমন সঙ্কটে পড়েছে, যে পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি।
এদিকে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরাইলে হামলার কথা জানিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে।
হিজবুল্লাহ জানিয়েছে, রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে প্রচুর পরিমাণে আর্টিলারি শেল এবং গাইডেড মিসাইল দিয়ে বোমা হামলা করা হয়েছিল।
তারা আরো জানায়, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরাইলি দখলদার স্থানকে লক্ষ্যবস্তু করেছিলাম।