পাহাড় কন্ঠ ডেক্সঃবান্দরবান আসন্ন ৭ম ধাপের ইউপি নির্বাচনো ৩নং বান্দরবান সদর ও নবগঠিত ৬নং জামছড়ি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগে নৌকা প্রতীকে বেসরকারী ভাবে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত।
১৬ ফেব্রুয়ারী রবিবার জেলা নির্বাচন কার্যালয় হতে নবগঠিত ৬নং জামছড়ি ইউনিয়নে স্বতন্ত্র নারী চেয়ারম্যান প্রার্থী মাচঙৈ মারমা মনোনয়ন প্রত্যাহার করে।বেসরকারী ভাবে ক্যসিংশৈ মার্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়।গত ১২ তারিখ মনোনয়ন পত্র জমার শেষ দিনে, কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় ৩নং সদর ইউনিয়নে বেসরকারী ভাবে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয় অংসহ্লা মার্মা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান, ৭ম ধাপ নির্বাচনে ১২ তারিখ মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিলো।আজ স্বতন্ত্র নারী চেয়ারম্যান প্রার্থী মাচঙৈ মারমা মনোনয়ন প্রত্যাহার করে।২৩ তারিখে প্রতীক বরাদ্ধ এবং আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারে ৭ম দাপের ইউপি নির্বাচনে বান্দরবান ৩ ইউপিতে মনোয়ন জমা দিয়েছেন চেয়ারম্যন পদে ৬জন, তারমধ্যে নৌকা প্রার্থী ৩জন ও স্বতন্ত্র প্রার্থী ৩জন। তাছাড়া পুরুষ সদস্য ও সরক্ষিত আসনে মোট ৮৩ জন।