Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : January 16, 2026
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে ভ্রমণে এসে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।এনিয়ে ভুক্তভুগী পর্যটক মো. শাহাদাত ভুইয়া বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বিষয়টি জানাজানি হয় হলে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভুগী পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া (২৭) কুমিল্লা চাদিনা মহারং এলাকার মো. শাহাজান ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি বিকালে বান্দরবান পৌরসভার কানাপড়া হোটেল ক্লাউডি ইনে রুম নেয় পর্যটক মো. শাহাদাত ভুইয়া ও তার স্ত্রী। পরদিন ১৫ জানুয়ারি জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে হোটেলে ফেরত আসেন তারা। সেখানে তার স্থানীয় দুই জন বন্ধু সাক্ষাৎ করতে আসেন। বন্ধুরা চলে গেলে ঘুমিয়ে যান তারা। পরে রাত তিনটার দিকে হঠাৎ মশার উপদ্রবে ঘুম ভেঙ্গে গেলে বুঝতে পারেন তাদের একটি আইফোন সিক্সটিন প্রো মেক্স, একটি রেডমি ৯ প্রো, আইটেল এস টুয়ান্টি প্লাস, একটি লেনোভো এল১৪ ল্যাফটপ ও একটি ডাইমন্টের এনগেইজমেন্ট রিং চুরি হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

মো. শাহাদাত ভুইয়া বলেন, বিষয়টি হোটেল কতৃপক্ষকে জানালে তারা হোটেলটির তিন দিকের সিসিটিভি ফুটেজ দেখালেও যেদিকে চুরির ঘটনা ঘটেছে সে দিকের ফুটেজ দেখাতে পারেনি। এনিয়ে হোটেল কতৃপক্ষ কোনরুপ দায় ভার না নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।হোটেলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হোটেল ক্লাউডি ইন এর অংশিদার মাহাবুল আলম মাহি বলেন, চুরির ঘটনায় রাত তিন টার দিকে তাকে ম্যানেজারের ফোন থেকে কল করে জানালে তিনি ভুক্তভোগী কে আইনি পদক্ষেপ গ্রহন করতে সহায়তা করেন। হোটেল পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তর ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পেরে বলেন তার জানা নেই। এসব বিষয়ে তার অন্য অংশিদার জানেন বলে জানান তিনি।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ওবাইদুল আলম রেশাদ বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন→ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আদিলুর রহমান খানের