1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবান গোলাগুলিতে (এমএন লারমা) গ্রুপের ৬ জনকে হত্যার মামলায় আরো ১ জন গ্রেফতার - paharkantho
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবান গোলাগুলিতে (এমএন লারমা) গ্রুপের ৬ জনকে হত্যার মামলায় আরো ১ জন গ্রেফতার

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২০

বান্দরবান জেলা সদরের রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র মুল গ্রুপের আরো এক কর্মীকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি অং প্রু মারমা (৪৫)। তিনি বান্দরবানের কুহালং ইউনিয়নের উজি ভিতর পাড়ার সা অং প্রু মারমার ছেলে। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুশান্ত চাকমা নামে আরো একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, গত ৭জুলাই বান্দরবানের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০জনের নামে এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিিযোগে অং প্রু মারমাকে গ্রেফতার করে।

বান্দরবানের রাজবিলা পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: শফিকুর রহমান বলেন, আমরা অভিযান চালিয়ে ৬ হত্যাকান্ডের ঘটনায় আসামি হিসেবে অং প্রু মারমা নামের একজনকে গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানোর ব্যবস্থা করছি এবং পরর্বতী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৭জুলাই সকাল ৭টায় বান্দরবানের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মীকে একসাথে গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩জন আর হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০জনের নামে এবং অজ্ঞাত আরো ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে, যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এই পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a