শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকায় এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে থানচিতে মিছিল সমাবেশ খাগড়াছড়িতে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অপহরণের ১৭ ঘন্টা পর অপহৃত সাত শ্রমিক উদ্ধার বান্দরবানের তিন উপজেলার পর্যটন কেন্দ্র খুলে দেয়ার চেষ্টায় কাজ করছে প্রশাসন: জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়ি বিজিবি’র যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক বান্দরবানে মুক্তিপণের দাবিতে ৭ জন অপহরণের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ থানচিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ইট ভাটায় ১ লক্ষ টাকা জরিমানা রুমায় ৯ বিজিবি কৃতক শীতার্তদের শীতবস্ত্র বিতরণ রামুতে ছাত্রলীগ নেতা কৃতক বন্দুক ঠেকিয়ে -যুবদল নেতাকে হুমকি
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বাংলাদেশের হয়ে ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ খেলবে পাহাড়ের ব্লাইন্ড ক্রিকেটার সুকেল তঞ্চঙ্গ্যা

আরাফাত খাঁন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪৭৮ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পার্বত্য জেলা সদরের ৪নং সুয়ালক ইউনিয়নের আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ার, সুকেল তংঞ্চঙ্গ্যা। জন্মের পর থেকেই চোখে দেখেন না,পরিবারে আছেন বড় এক ভাই ও এক বোন,,তাঁর মতো তার বড় বোনও চোখে দেখেন না। সুকেল এর বাবা শুদ্ধধন তঞ্চঙ্গ্যা ও তার মা নুনপরী তঞ্চঙ্গ্যা দুজনই কৃষক জুমে কাজ করে পরিবার চালান। ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্যে বেড়ে উঠা, ৬ বছর বয়সে তাকে ভর্তি করানো হয় সুয়ালক ইউনিয়নে সমাজ সেবা অধিদপ্তররে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রে। ছোট বেলা থেকে ক্রিকেটের প্রতি অন্যরকম এক আকর্ষন তার। ক্রিকেটের মাধ্যমেই দেশের জন্য বড় কিছু করে দেখানোর স্বপ্ন মনের মধ্যে পুষে রেখেছেন জন্মান্ধ সুকেল।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অতিতের ইতিহাস ভেঙে দিয়ে ২০২২ সালে মাত্র পনেরো বছর বয়সে ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল কর্তৃক তৃতীয়বারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে অলরাউন্ডার হিসেবে ভারতের মাটিতে অভিষেক তাঁর। অভিষেক ম্যাচে ২২ নাম্বার জার্সি ধারি এই খেলোয়াড়রের অর্জন দারুন।সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ওভার করে মাত্র ছয় রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে সুকেল ১৪ বলে ৩০ রানের একটি দুর্দান্ত ইনিংস দল কে উপহার দিলেও দুর্ভাগ্য বসত ভারতের কাছে হেরে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে বাংলাদেশ।

তবে থেমে থাকেনি সুকেল,আবারো বাংলাদেশ জাতীয় দলে ডাক পায় ২০২৩ সালে,আই,বি,এস,এ ওয়ার্ল্ড গেমস এর চূড়ান্ত দলে জায়গা পায়। পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করে ৯ উইকেটের অধিকারী হয়ে যায়,উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল নিয়ে দেশে ফিরে।

একই ভাবে এবারও বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছে সুকেল তঞ্চঙ্গ্যা নামক দুর্গম পাহাড়ের ছেলেটি,ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল কৃতক আয়জিত ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ চতুর্থ তম আসরে বাংলাদেশের হয়ে খেলবে সুকেল,(২৩ নভেম্বর) শুক্রবার শুরু হবে ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ এর এবারের আসর শেষ হবে (৩ ডিসেম্বর ) ।

এবার টুনামেন্টে অংশগ্রহন করবে স্বাগতিক পাকিস্তান,গতবারের বিজয়ী দল ভারত, গতবারের রানারআপ দল বাংলাদেশ, ও সাউথ আফ্রিকা, নেপাল, এবং আফগানিস্থান,শ্রীলঙ্কা। (২৩ নভেম্বর) শুক্রবার পাকিস্থান’র সময় দুপুর ১টায় টুর্নামেন্টের তৃতিয় খেলায় বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে, টুর্নামেন্টে মোট ৭ দেশের ব্লাইন্ড ক্রিকেট দল অংশগ্রহণ করবে।

পাকিস্তানের উদ্দেশ্যে ২০ তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল, টার্নামেন্ট কে সামনে রেখে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে দলটি।

এই বিষয়ে সুকেল তঞ্চঙ্গ্যা এই প্রতিনিধিকে বলেন,বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা টা ভাগ্যের বিষয়,সবার মতো আমার ও স্বপ্ন এইবারের বিশ্বকাপের ট্রফি নিজ দেশ ও জাতিকে উপহার দেওয়া,তারই লক্ষ্যে আমাদের পথ চলা, প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া ও আশির্বাদ প্রার্থনা করছি।

(আরো পড়ুন)

বান্দরবানে দুর্গম এলাকায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!