নিজস্ব প্রতিবেদকঃ “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিবাদ্য কে সামনে রেখে সারাবিশ্ব ও সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলা সদরের জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান জেলা প্রশাসক এবং বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে মর্যাদাপূর্ণ ভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
আজ ৩রা ডিসেম্বর (বুধবার) জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক: মিল্টন মুহুরী এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট: শামীম আরা রীনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিনিয়া চাকমা, এস এম মনজুরুল হক, সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক: মোঃ আবু তালেব সহ এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর সমাজসেবা কর্মকর্তা: সত্যজিৎ মজুমদার, শফিকুল ইসলাম, জর্জ ত্রিপুরা, লালহিম থাং বম, বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন স্থান হতে আগত প্রতিবন্ধী ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা বোঝা ও নয় কোনো কারো করুনা পাত্র বর্তমানে প্রতিবন্ধী ব্যাক্তিরা আর পিছিয়ে নেই, তাদের প্রয়োজন শুধু একটুখানি আন্তরিকতা। তারা আন্তরিকতার সহযোগিতা পেলে দেশ ও সমাজের জন্য অন্যতম সম্পদে রুপান্তরিত হতে পারে। তারা আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা কেবল নীতিমালার দায়িত্ব নয়; এটি একটি সামগ্রিক মানবিক অঙ্গীকার। বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২৫ আমাদের সেই অঙ্গীকার আরও দৃঢ় করার সকলকে আহ্বান জানায় তারা।
আলোচনা সভা শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ এর মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি ঘটে।
উল্লেখ্য: প্রতিবছর ৩রা ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।
আরো পড়ুন→বান্দরবান জেলা বিএনপি’র ৭ নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার