নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর সন্ত্রাসবিরোধী অভিযানে ২টি বন্দুক, একটি পিস্তল দুই রাউন্ড গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত সাংবাদিকদের জানান,(সোমবার) ১৭ নভেম্বর ভোরে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো.ইমামুল আজিম আর্টিলারি এর নেতৃত্বে একটি টহল দল নেপিউপাড়া বিওপির আওতাধীন হাজরাং পাড়ায় অভিযানের প্রস্তুতি নিয়ে অবস্থান করে।
হঠাৎ ঝিরি অতিক্রম করার সময় ইউনিফর্ম পরিহিত ২জন সশস্ত্র এবং কয়েকজন সাধারন পোশাক পরিহিত সন্ত্রাসীকে দেখতে পায় বিজিবির অভিযানিক দলটি, বিজিবি আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষন শুরু করলে বিজিবির আভিযানিক দলটি সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে, উভয় পক্ষের গোলাগুলিতে সশস্ত্র সন্ত্রাসী দলটি ছত্রভংগ হয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির আভিযানিক দলটি ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরী এক নলা গাদা বন্দুক, ১টি কাঠের তৈরী দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি কার্তুজের খালি খোসা, অস্ত্র পরিস্কারের ক্লিনিং কিটস, অয়েল বোতল ১টি, অয়েল ব্রাশ ১টি, কটন ১ বান্ডেল এবং ১টি কম্ব্যাট পোশাক (শার্ট) উদ্ধার করে।
(আরো পড়ুন)


