নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাইক্ষ্যংছড়িতে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এর পর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা,নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার,জামায়াত ইসলামীর বিশিষ্ট নেতা রফিক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু,সাংবাদিক আবদুর রশিদ এনসিপি নেতা নুরুল কাশেমসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আরো পড়ুন→বান্দরবানে বেগম রোকেয়া দিবস পালিত

