“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে জাতীয় ও দুর্নীতি দমন কমিশন এর পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
পরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।এরপরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে অবস্থান করে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দুর্নীতিবিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অং চ মং এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। বান্দরবানের পুলিশ সুপার মো.আব্দুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, কক্সবাজার ও বান্দরবান সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক হুমায়ুন বিন আহমে,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন→বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

