কৃষি মন্ত্রী ড. মো: আব্দুল রাজ্জাক বলেছেন- ভুল বোঝাবুঝি দুর করে শক্তিশালী ভেটেরিনারি গড়ে তুলতে হবে। গত রোববার (১২ মার্চ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ আয়োজনে “Role of Smart Veterinarian for Smart Bangladesh” সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সিভাসু’র সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু সালেহ মাহাফুজ বারী ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ড.মো: আওলাদ হোসেন।
কৃষি মন্ত্রী বলেন, আমরা সব সময় পুষ্টিমান ও নিরাপদ খাদ্য উৎপাদন বদ্ধপরিকর, প্রাণিসম্পদ খাতে অনেক উন্নতি সাধিত হয়েছে।আমারা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিবো, পুষ্টির নিশ্চিতয়তা দিবো এবং দেশকে এগিয়ে নিতে কাজ করবো।
তিনি আরও বলেন, আমাদের ছোট খাটো ভুলবোঝাবুঝি ভুলে শক্তিশালী ভেটেরিনারি গড়ে তুলতে হবে। বাংলাদেশকে কখনো পাকিস্তান আফগানিস্তান বানাতে দিতে পারি না।
বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ এর সহযোগিতায় প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তৃতারা বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে কাজ করবো। প্রাণিসম্পদ খাতে সরকারি ভর্তুকি বাড়ানোর জন্য আহবান জানান। প্রাণিসম্পদ সেক্টরের স্থবিরতা কেটে, উন্নয়ন ও সুশাসনের পথে বাংলাদেশ এগিয়ে চলছে।
বক্তব্যরা আরও বলেন, প্রাণিসম্পদ ও ডেইলি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ভেটেরিনারি কর্মকর্তাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি করেন। এখন সময়ের দাবি আউটসোর্সিং পদ্ধতি বাদ দিয়ে সরাসরি চাকরি করার সুযোগ প্রদানের দাবি জানান।