নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত জনপদে দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
এ সময় ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১০০ জন দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৬৫ জন পুরুষ, ৯৬ জন নারী ও ২৫ জন শিশুসহ মোট প্রায় ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনা করেন ১১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলাম (এএমসি)।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চায়। দুর্গম সীমান্ত এলাকার দুঃস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং একই সঙ্গে বেসামরিক জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
অনুষ্ঠানে বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা এবং বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
আরো পড়ুন→থানচিতে দৈনিক সাঙ্গুর রজত জয়ন্তী উদযাপন


