থানচি প্রতিনিধিঃ বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক পত্রিকা দৈনিক সাঙ্গুর প্রকাশনার ২৫ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবামং মারমা প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে দৈনিক সাঙ্গু সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি এবং জনস্বার্থে সাহসী ভূমিকার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। বৃহত্তর চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা ধারাবাহিকভাবে তুলে ধরায় পত্রিকাটি বিশেষভাবে প্রশংসিত।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নের পথে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দৈনিক সাঙ্গু আগামী দিনেও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দৈনিক সাঙ্গুর ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, দৈনিক সাঙ্গু প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর চট্টগ্রামের একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পাঠকমহলে সুপরিচিত। রজত জয়ন্তীর এই উদযাপন পত্রিকাটির দীর্ঘ পথচলার একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আরো পড়ুন→বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


