বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হতদরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম।
সংগঠনটির পক্ষ থেকে সম্প্রতি ডুলুঝিড়ি, খৈয়া পাড়া ও বাকিছড়া পাড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়াও একই উদ্যোগের অংশ হিসেবে আশপাশের আরও মোট ৫টি পাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এই মানবিক কর্মসূচির মাধ্যমে শীতের কনকনে ঠান্ডায় কষ্টে থাকা শতাধিক পরিবার উপকৃত হয়।
অনুষ্ঠানে বাংলদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম (BTSWF) এর বান্দরবান অঞ্চল কমিটির সহ সভাপতি শান্তিলাল তঞ্চঙ্গ্যা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। শীত মৌসুমে যেন কেউ কম্বলের অভাবে কষ্ট না পায় , সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে BTSWF এর পক্ষ থেকে প্রতি বছর ন্যায় ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। ক্যালেন্ডারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহায্য সহায়তা, চিকিৎসা, আর্থিক সহায়তা সহ সকল যোগাযোগের নম্বর উল্লেখ করা হয়েছে যার ফলে যেনো সকলের প্রয়োজনে তা সহায়তা পেয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা BTSWF-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খৈয়া পাড়ার কারবারি যতীন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, দুর্গম ও অবহেলিত পাড়াগুলোতে শীতবস্ত্র পৌঁছে দেওয়ায় প্রকৃত অর্থেই দরিদ্র মানুষের কষ্ট লাঘব হয়েছে। তারা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের (BTSWF) দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন→বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


