আপসহীন দেশনেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বান্দরবান জেলা সদরের মেট্রো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান পৌর শাখার আহ্বায়ক আশরাফুর রহমানের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে মেট্রো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে সকাল থেকেই জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে ৬ জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু ও মজিবুর রশিদ, জেলা মহিলা দলের সভানেত্রী **কাজী নিলুতাজ বেগম**সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুর রহমান।
বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক আশরাফুর রহমান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আজকের এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। এই মহৎ উদ্যোগে মেট্রো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সার্বিক সহযোগিতা করেছে। অতীতেও আমরা বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করছি।”

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বান্দরবানে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প খুব একটা চোখে পড়ে না। এমন মহৎ উদ্যোগের জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
আরো পড়ুন→থানচিতে ডাম্প ট্রাক খাদে পড়ে চালক নিহত


