থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে নাফাখুম ঝর্নায় গোসল করতে নেমে চট্টগ্রাম থেকে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ১৭ জনের একটি দল আলিকদম হয়ে থানচিতে আসে। তারা কোন প্রকার গাইড রেজিস্ট্রেশন ছাড়াই নাফাখুম ঝর্না এলাকায় ঘুরতে যান। ঝর্নার পানিতে গোসল করার সময় সবাই উঠে এলেও দলের একজন সদস্য হঠাৎ স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্গম এলাকা এবং প্রবল পানির স্রোতের কারণে নিখোঁজ ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে।
স্থানীয় পর্যটক গাইড মার্টিন ত্রিপুরা জানান, নাফাখুম ঝর্না বর্ষা মৌসুমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গাইড রেজিস্ট্রেশন ছাড়া পর্যটকদের সেখানে যাওয়া আইনত নিষিদ্ধ হলেও অনেকেই নিয়ম ভেঙে ঝুঁকি নিয়ে প্রবেশ করেন, যা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়ায়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করেছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে সবাইকে নিয়ম মেনে চলা জরুরি।
নিখোঁজ পর্যটকের বাড়ি ঢাকা ডেমরা থানা, সারুলিয়া, রসুলনগর গ্রামের মফিজুল ইসলাম ও মোসাম্মৎ রাশিদা বেগমের ছেলে মোঃ ইকবাল হোসেন (২৪) বলে জানা যায়। নিখোঁজ ব্যক্তির খোঁজে শনিবার সকাল পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।