বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদমের দামতুয়া হল রুমে বিকাল ৩ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। কেক কাটা, আলোচনা সভা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আরফাতুল ইসলাম, আতিক, আব্দু সালাম, সাজ্জাদ শামীম আলভি, সাবিত, রিদোয়ান, শাহাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম ও জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার আদায় ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠায় সংগঠনটি গত পাঁচ বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মানসম্মত শিক্ষা বিনির্মাণে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।
তারা আরও বলেন, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন এবং কেবলমাত্র শিক্ষার্থীদের অধিকার ও সামাজিক উন্নয়ন নিয়েই কাজ করে যাবে।
আরো পড়ুন→অসহায় পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর পাশে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি