থানচি প্রতিনিধিঃ থানচির বলিবাজারে মধ্যরাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সহায়তায়, বিজিবির সদস্যদের অংশগ্রহণে ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নেভানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদোকানের মাঝখানের ঠিক পিছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে দাবি করছেন অনেকেই।
এই দুর্ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আরো ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানদার এবং স্থানীয়দের মাধ্যমে ক্ষয়ক্ষতি পরিমান অনুমানিক ৫ কোটি টাকা বলে জানা যায়। যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন দোকানদার আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বলে জানাযায়।

থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, বলিপাড়া বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার খবর পেয়ে সথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, বলিপাড়া বাজারে মধ্যরাতে আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার অনুসন্ধানে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩৮ বিজিবির বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মধ্যরাতে বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবি সদস্যরা ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বিজিবির মাধ্যমে ফায়ার সার্ভিস স্টেশনের খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবির পর্যবেক্ষণ করছে।
এইদিকে ক্ষতিগ্রস্ত ১৩ দোকানদার ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি ওলামাদলের পরিচিতি সভায় সাচিং প্রু জেরী
আরো পড়ুন→