নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা ২৬ অক্টোবর শনিবার বিকালে সাড়ে ৩ টায় কক্সবাজারের অভিজাত হোটেল ইউনি রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এ সভার আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে।
সভাটি উন্মুক্ত করেন উপজেলা নবগঠিত ওলামাদলের আহবায়ক মাওলানা মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদস্য সচিব মাওলানা মোহাম্মদ জাফর আলম এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম। সভার শুরুতে হাফেজ ফোরকান কোরআন তেলওয়াত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলার আহবায়ক, সাবেক সাংসদ সাচি প্রু জেরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘আজকের এই সভা আমাদের দলের শক্তি ও একতা প্রদর্শন করছে। আমরা একত্রিত হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে চাই।’’ তিনি আরও বলেন,
‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।’’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপি সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন।
এছাড়াও, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার মিজানুর রহমান, আমিরুল কবির রাকিবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎসজীবী দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে দলের মধ্যে নতুন উদ্দীপনা ও শক্তির সঞ্চার হতে চলেছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, ‘‘বিএনপি এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় কাজ করবে এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকবে।’’ নেতারা সভায় উপস্থিত নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।
অতিথিরা সবাই একযোগে জাতীয়তাবাদী দলের সুদৃঢ় ভবিষ্যত গঠনের জন্য একে অপরকে সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভার শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা