বান্দরবানের রুমা উপজেলায় আগামী ২০ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ: কে এস মং-এর উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পটি রুমা উপজেলার ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করবেন। প্রাথমিক পর্যবেক্ষণে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হবে বা চোখের ছানি অপারেশনের দরকার পড়বে, তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা।অনুষ্ঠানে উদ্বোধক হয়ে উপস্থিত থাকবেন উ: কে এস মং,সদস্য,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন লে. কর্ণেল মো: আলমগীর হোসেন (পিএসসি), জোন কমান্ডার, রুমা জোন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন উহ্লামং মারমা, অংসিংনু মারমা, জিরা বম, মেনরত ম্রোসহ রুমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ: কে এস মং-এর উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তারাছা ইউনিয়নে অনুরূপ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে অভিজ্ঞ চিকিৎসক দল প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেন এবং নির্বাচিত রোগীদের চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করানো হয়।
আয়োজকরা জানান, পাহাড়ের দুর্গম এলাকায় মানসম্পন্ন চক্ষু চিকিৎসা যেন সোনার হরিণ। দুর্গম এলাকার খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় বিনামূল্যে এই সেবা পৌঁছে দিতে পেরে তারা কৃতজ্ঞ। তাদের লক্ষ্য—বান্দরবানের প্রত্যন্ত এলাকায় ধাপে ধাপে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। রুমা উপজেলার পর থানচি উপজেলাতেও অনুরূপ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আরো পড়ুন→বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য ৯২ জনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে


