1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে এনসিপি প্রধান সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজি-অর্থ আত্মসাতের অভিযোগ - paharkantho
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোয়াংছড়িতে ইজিবাইক চালক হত্যার রহস্য উদঘাটন বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর বান্দরবানে এনসিপি প্রধান সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজি-অর্থ আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজের আহ্বান হাইকমিশনার প্রণয় ভার্মার বান্দরবানে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পাহাড়কণ্ঠের বর্ষপূর্তি পালিত মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধে মাঠে নেমেছে জেলা পরিষদ বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের দাবি বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা, মুমূর্ষ অবস্থায় উদ্ধার
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

Registration link:https://sports-bangla.com/event/bandarban-hill-half-marathon-2025

বান্দরবানে এনসিপি প্রধান সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজি-অর্থ আত্মসাতের অভিযোগ

সুফল চাকমা
  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭৯ জন নিউজটি পড়েছেন

বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়ক মো. শহীদুর রহমান সোহেলের বিরুদ্ধে সংগঠনের ভেতর থেকেই চাঁদাবাজী, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা কমিটিতে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

গত ১৩ জুন সাবেক ফুটবলার মো. শহীদুর রহমান সোহেলকে প্রধান সমন্বয়ক করে ২৯ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা কমিটি ঘোষণা করা হয়। এর পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ জুলাই বান্দরবানে “জুলাই পদযাত্রা” অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, ওই কর্মসূচির খরচ মেটাতে প্রধান সমন্বয়ক সোহেল তার অনুগত কিছু কর্মী ও বহিরাগত লোকজনকে নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, এলজিইডি, উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, গণপূর্ত ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করেন। পাশাপাশি মামলার ভয় দেখিয়ে পলাতক আওয়ামী লীগ নেতা–কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকেও আরও প্রায় ১৫ লাখ টাকা আদায় করেন তিনি।

কিন্তু কর্মসূচি শেষে সমন্বয় সভায় সোহেল মোট ২৫ লাখ টাকার বিপরীতে মাত্র ২ লাখ ৭৯ হাজার টাকার হিসাব দেন। আর খরচ দেখান প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক আ হ ম সায়েমুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের বিষয়টি তার সরাসরি জানা নেই, তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান প্রকল্প এলাকায় সোহেলের বিশ্বস্ত কিছু লোক চাঁদার দাবিতে কাজে বাধা দিচ্ছে—এমন ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তিনি আরও অভিযোগ করেন, “প্রধান সমন্বয়ক সোহেল আমাদের আড়ালে থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন, অথচ আয় দেখিয়েছেন মাত্র আড়াই লাখ টাকা। কেন্দ্র থেকেও কর্মসূচির জন্য ২ লাখ টাকা পাঠানো হয়েছিল, যা তিনি গোপন রেখেছিলেন।”

তিনি আরও জানান, কর্মসূচি শেষে দুই মাস পার হলেও সেই বকেয়া টাকা না পেয়ে তিনি ব্যক্তিগত ঋণ গ্রহণ করে দেনা পরিশোধ করছেন। অনুষ্ঠান বাস্তবায়নের দায়িত্বে থাকায় এখনো বিভিন্ন দোকানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা তার নামে বকেয়া রয়ে গেছে।

অভিযোগ রয়েছে, প্রধান সমন্বয়ক সোহেল জেলা কমিটির কোনো বৈঠকে অংশ নেন না, বরং উল্টো জেলা নেতাদের বিরুদ্ধে কেন্দ্রে মিথ্যা অভিযোগ দাখিল করেন। তার বিরুদ্ধে ইতোমধ্যেই,চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা এনসিপি’র আরেক যুগ্ম সমন্বয়ক আব্দুল গফুর বলেন,“ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে চাঁদা আদায় করা পার্টির নীতি বা সিদ্ধান্ত নয়। কিন্তু সোহেল ব্যক্তিগতভাবে মামলার ভয় দেখিয়ে প্রায় ১৫ লাখ টাকা নিয়েছেন। এর কোনো হিসাব দেননি।” তিনি আরও অভিযোগ করেন, এর পর থেকেই এনসিপি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং সোহেল আত্মগোপনে চলে গেছেন। প্রতিবাদ করলেই তিনি প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় কমিটি যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সংগঠনের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা সংগঠন থেকে গণপদত্যাগ করবেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে এনসিপি’র পার্বত্যাঞ্চল তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ বলেন,“প্রধান সমন্বয়ক সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগ আমরা জেনেছি। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ রয়েছে, প্রধান সমন্বয়ক হওয়ার পর থেকেই সোহেল বেপরোয়া হয়ে ওঠেন। সম্প্রতি তিনি বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি টাকার উন্নয়ন কাজ ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কাজ না পাওয়ায় তার অনুগত কিছু বহিরাগত লোক দিয়ে শহরের পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইনের কাজ বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে মো. শহীদুর রহমান সোহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো পড়ুন→থানচিতে ধন্য বাসিল মরো গীর্জা শুভ উদ্ভোধন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

call now: 01872-699800

© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a