বান্দরবান সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে উ শৈ সিং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা মোতাবেক মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এবং দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
৫ আগস্ট আওয়ামিলীগ সরকার পতনের পর নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। গত ফেব্রুয়ারিতে দুদকের আবেদনেরপরিপ্রেক্ষিতে বীর বাহাদুর উশৈসিং ও স্ত্রী মেহ্লা প্রু সহ পরিবারে ৫ সদস্যকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
আবেদনে বলা হয়, বীর বাহাদুর উশৈসিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট উশৈসিং ও তাঁর পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। এ জন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
আরো পড়ুন→রুমায় দুই প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ, নেই এলজিইডির তদারকী