পাহাড় কন্ঠ ডেস্কঃ বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামি লক্ষীপদ দাস সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলা।
সোমবার (২৪ মার্চ) ঢাকা মিরপুর মডেল থানা ২ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
সূত্রের তথ্য অনুযায়ী,মিরপুর মডেল থানা-২ পুলিশ তার স্ত্রী সীমা দাশের মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে তার সন্ধান পায়।
তার বিরুদ্ধে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্রজনতার উপর হামলা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। পাঁচ আগষ্টের পর পার্বত্য জেলা বান্দরবান থেকে উধাও হয়ে যায় বান্দরবান জেলা আওয়ামীলীগের এই শিষ্য নেতা। তার আটকের খবর চারদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে।
আরো পড়ুন→বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ ২৮ নেতার বিরুদ্ধে মামলা