নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় খালের পানির নিচ থেকে একটি এসএলআর (অস্ত্র) ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে ঘুমধুম সীমান্ত পিলার-৩১ সংলগ্ন শূন্যরেখার খালের ভেতর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে টহল দল ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “স্থানীয় জেলের সহায়তায় আমরা সীমান্ত এলাকার খাল থেকে একটি এসএলআর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছি। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সীমান্ত এলাকায় অপরাধী চক্র মাঝে মাঝেই অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চালায়। তবে বিজিবির সজাগ নজরদারির কারণে তা প্রায়ই ব্যর্থ হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঘুমধুম সীমান্তে একাধিকবার মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিয়ন কাপ ফুটবলের জমকালো উদ্বোধন