নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দারুছন্নাহ মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে “নাইক্ষ্যংছড়ি দারুছুন্নাহ মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদ” গঠিত হয়।
গত ১১ আগষ্ট সোমবার রাত ৯টার দিকে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ভিডিও কনফারেন্স মাধ্যমে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি আল মারকাজুল ইসলামী দারুছুন্নাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন ফারুকী।
এসময়,মারকাজুল দারুছুন্নাহ মাদরাসা প্রাক্তন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সৌহার্দ্য পূর্ণ যোগাযোগ-মাদরাসার উন্নয়নের অগ্রগতির বিভিন্ন বিষয়ে সহযোগিতার পরামর্শকে বেগবান করার লক্ষে একটি কমিটি গঠন করার প্রয়োজন বলে মনে করেন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন ফারুকী।
এই ভিডিও কনফারেন্সের উপস্থিত শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মতিক্রমে একটি ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- হাফেজ মুহাম্মদ হোছাইন, সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
অন্যান্যরা হলেন-যুগ্ন আহ্বায়ক মাওলানা আমিন উল্লাহ,যুগ্ম আহ্বায়ক মাও. শাহজাহান কবির, মাও. হাফেজ মিজান, মাও. আছেম, মাও.সালা উদ্দীন ফয়সাল, যুগ্ন- সম্পাদক মাও. নুরুল আমিন, অর্থ- সম্পাদক হাফেজ শাহেদুল বাশার, সহ-অর্থ সম্পাদক মাও. মন্ঞ্জুর আলম,মাও. নাজের হোছাইন, প্রচার সম্পাদক মুফ. জহিরুল ইসলাম আজিজ,মাও.ইরফান উল্লাহ,দপ্তর সম্পাদক মাও.মুহাম্মদ ইউনুছ ও মাও.মোবারক হোছাইন প্রমূখ।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইনে আহত বন্যহাতির চিকিৎসা দিচ্ছে বন বিভাগ