1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইনে আহত বন্যহাতির  চিকিৎসা দিচ্ছে বন বিভাগ - paharkantho
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা দেশের আলোচিত পর্ণ তারকা দম্পতি বান্দরবানে আটক নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক আটক বান্দরবানে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইনে আহত বন্যহাতির  চিকিৎসা দিচ্ছে বন বিভাগ

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছে একটি বন্যহাতি।

স্থলমাইনের বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালির বড় একটি অংশ উড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, রাখাইন বিদ্রোহীরা সীমান্ত এলাকায় পেতে রাখা মাইনেই হাতিটি আহত হয়েছে। বর্তমানে এটি উপজেলার চাকঢালার চেরারমাঠ এলাকার ঐট্টাইল্যাঝিরিতে অবস্থান করছিল।

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পরপরই তিনিসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিসি এফ সভাপতি জুবাইরুল হক ও সেক্রেটারি মাষ্টার জাকের হোসাইনসহ বিবিসি এফ এর অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত হাতির চিকিৎসা দেওয়ার জন্য সার্বিক সহযোগীতা করেন।

সেখানে গিয়ে দেখা যায়, হাতিটি গভীর ক্ষতের যন্ত্রণায় নড়াচড়া করতে পারছে না। পায়ের গোড়ালির মাংস ও হাড়ের বড় অংশ উড়ে গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে হাতিটি মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেখানে পেতে রাখা স্থলমাইনে পা দেওয়ার পর ভয়াবহ বিস্ফোরণে তার পা ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত অবস্থায় এটি বাংলাদেশ সীমান্তে চলে আসে।

ঘটনার খবর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে

গতকাল ১২ আগস্ট মঙ্গলবার সকালে কক্সবাজারের দোলাহাজারা সাফারি পার্কের পশু চিকিৎসক ডা.জুরকার নাইন চিকিৎসা দল নিয়ে নাইক্ষ্যংছড়িতে আসেন।

তবে চিকিৎসা শুরুর আগে হাতিটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় অনুসন্ধানের পর হামিদিয়া পাড়া নদীর তীরে হাতিটিকে পাওয়া যায়।

পরে সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করা হয়।

ডা. জুরকার নাইন জানান, “হাতিটির আঘাত মারাত্মক হলেও আপাতত সংক্রমণ ঠেকাতে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পায়ের ক্ষত শুকাতে সময় লাগবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে।”

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ বেড়ে গেছে। রাখাইন বিদ্রোহীরা ও মিয়ানমারের সেনারা একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক পুঁতে রাখছে। এতে শুধু মানুষ নয়, সীমান্তের বন্যপ্রাণীরাও বড় ঝুঁকিতে রয়েছে।

নাইক্ষ্যংছড়ির এক গ্রামবাসী বলেন, “আমরা আগে শুনেছি, মাইন বিস্ফোরণে মানুষ মারা গেছে। এখন আবার বন্যহাতিও আহত হলো। এভাবে চলতে থাকলে মানুষ ও পশুপাখি—দুজনের জীবনই হুমকিতে পড়বে।”

প্রাণীপ্রেমী ও পরিবেশবিদরা বলছেন, সীমান্তে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাইন অপসারণে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে আহত হাতিটির দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

নাইক্ষ্যংছড়ির স্থানীয় প্রশাসন ও বন বিভাগ এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন→

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a