রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় সৌরবিদ্যুৎ লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রুমা উপজেলা পরিষদ এলাকায় এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে বলে জানাযায়।
স্থানীয়রা জানান সকালে রুমা উপজেলা এলাকায় সৌরবিদ্যুৎ খাম্বায় লাইন ঠিক করতে উঠে রুবেল বড়ুয়া (৩০) সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হোন তিনি। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরো দুইজন আহত হন। রুবেল বড়ুয়া (৩০) কক্সবাজার জেলার রামু উপজেলার মনোরনঞ্জন বড়ুয়ার ছেলে।
বাকি আহত ব্যক্তিরা হলেন মোঃ মাহমুদউল্লাহ (২০) মোঃ আরশাদ মিয়া (২১) তারাও কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদরে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা যায়।
আরো পড়ুন→ঘুমধুম সীমান্তে ফেরে বিজিবির অভিযানে ১লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার