বান্দরবান-কেরানীহাট সংযোগ সড়কের মনুর টেক এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রাকে থাকা মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি কেরানীহাটের দিক থেকে বান্দরবানের দিকে যাওয়ার সময় মনুর টেক এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থানার একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রাকটি জব্দ করে।
আরো পড়ুন→বান্দরবানে মায়ানমার সীমান্ত এলাকায় চোরাই পণ্যসহ আটক-২


