রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় যাত্রীবাহি জিপ গাড়ি উল্টে এখন পর্যন্ত পাওয়া খবরে গাবরিয়েল বম (৩৫) নামে এক পুরুষ নিহত ও একই ঘটনায় আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানাযায়। আজ সোমবার (২৬ মে) বিকাল ৪ ঘটিকায় রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপী পাড়া সড়কে এঘটনা ঘটে।
নিহত গাবরিয়েল বম (৩৫) রুমা উপজেলার ০৭নং ওয়ার্ড ১নং পাইন্দু ইউপির মূয়ালপী পাড়ার জোয়াম ত্লিন বমের ছেলে। গুরুতর আহত দুই যাত্রীর মধ্য একজন পুরুষ একজন মহিলা তারা একই পড়ার বাসিন্দা জিংপেক বম (৩৫) স্বামি লালজার বম, ও ভানথোয়াল জোয়াল বম (পুরুষ)। বলে জানাযায়।
ইতিমধ্যে স্থানীয়দের সাহয্যে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রুমা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ (সোমবার) রুমা উপজেলায় বাজার বার হওয়ায়, বাজার করে নিজ নিজ পাড়ায় ফেরার পথে পাইন্দু ইউনিয়নের মূয়ালপী পাড়া সড়কের লায়েদাক ঝিড়ি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন । পরে স্থানীয়দের সহায়তায় রুমা ফায়ারসার্ভিস টিম ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
এই বিষয়ে রুমা ১নং পাইন্দু ইউনিয়ন চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, দূর্ঘটনায় একজন নিহত ৩ জন আহতের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানা যাবে।