Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে  ১৯ লক্ষ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ

Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি বিজিবির ধারাবাহিক পৃথক দুই অভিযানে সাড়ে ১৯ লক্ষ টাকা মূল্যের বার্মিজ গরু ও সুপারি জব্দ করেছে।

বুধবার ( ১৯ মার্চ) ১১ ব্যাটলিয়ান বিজিবির নিয়মিত টহল দল ও ফুলতলি বিওপির জোয়ানরা এসব গরু ও সুপারি জব্দ করতে সক্ষম হন।

সীমান্তে বিজিবির অভিযানে জব্দকৃত ৯টি গরু।

বিজিবি সূত্র আরো জানায়, ১১ বিজিবি অধিনস্থ ফুলতলী বিওপির জোয়ানরা সীমন্তের রোহিঙ্গা টেলা  নামক স্থান থেকে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনায় ও বিজিবির সহকারী পরিচালক মোঃ  আল-আমিন হোসেন এর নেতৃত্বে ৯ টি গরু এবং ব্যাটলিয়নের টহল দল কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া থেকে ৬ লক্ষ টাকার বার্মিজ সুপারি জব্দ করেন। গরু ও সুপারির মোট সিজার মূল্য সাড়ে ১৯ লাক্ষ টাকা।

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তিনি এ অভিযান চলমান আছে থাকবে বলে জানান সাংবাদিকদের।

উল্লেখ্য, জব্দকৃত মালিকবিহীন বার্মিজ গরু ও বার্মিজ সুফারি সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমস এর মাধ্যমে নিলাম দেয়া হবে আজ কালের মধ্যে।

আরো পড়ুন→থানচিতে নতুন ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন