Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে নতুন ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন

রেমবো ত্রিপুরা
আপডেট : March 19, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের জাতীয় ভোটার তালিকা নতুন হালনাগাদ কার্যক্রম সারাদেশের ন্যায় বান্দরবানের থানচিতে সম্পন্ন করা হয়েছে।

বুধবার সকালে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উপজেলা নির্বাচন অফিস নিবন্ধীত নতুন ভোটারের ছবি তোলার কাজ সম্পন্ন করেছে। ১৩ মার্চ রেমাক্রি ইউনিয়নের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কাজ শুরু হয়ে আজ সমাপনী দিনের ছবি তোলার কাজ সম্পন্ন হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার রেমাক্রি ইউনিয়নে ২শত ৯০, তিন্দু ইউনিয়নে ২শত ২৪, বলিপাড়া ২শত ৫০ ও থানচি সদর ইউনিয়নের ৩শত ৪৯ জন নতুন ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কাজ শেষ করা হয়।

এই নিয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হামিদ বলেন, ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম শেষে ১হাজার ১শত ১৩ জনের ছবি তোলার কাজ সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে অসম্পূর্ণ ও অনুপস্থিত ব্যক্তিদের যারা ভোটার হতে পারেননি এপ্রিল মাসে অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

আরো পড়ুন→মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধানসহ ১০ জন গ্রেপ্তার