বিশেষ প্রতিবেদকঃ অসতর্কতার কারণে প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে উল্লেখ করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স এর উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের তুংক্ষ্যং পাড়া এলাকায় দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সংক্রান্ত মহড়ায় একথা বলেন।
ইউএসএআইডি”র এমপিডিএস কেয়ার ও গ্রাউস এর সহযোগীতায় এই মহড়ায় স্থানীয় দুর্যোগস্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান বাস্তবায়নে পাহাড় ধ্বস ও অগ্নিকান্ডের দুর্যোগ প্রস্তুটি মহড়া অনুষ্টানে হঠাৎ আগুন লাগলে, পাহাড় ধ্বস হলে, আহত হলে কি কি করতে হবে প্রাথমিক চিকিৎসার জন্য কি করতে হবে মহড়ায় দেখানো হয়। ।
মহড়া শেষে কুহালং ইউনিয়নের তুংক্ষ্যং পাড়া বহুমূখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র কাম পাড়া কেন্দ্রে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
মহড়া শেষে আলোচনাসভায় পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, দুর্যোগ প্রাকৃতিক কারনেও হয় আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগও হয়। নানা কারনে জলবায়ু পরিবর্তনের বলে, অতিবৃষ্টি, পাহাড় ধ্বস, বন্যা ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয়। এই প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক প্রাণহানি ঘটে। অনেক সময় অসতর্কতায় এবং আগাম সতর্কবার্তা পাওয়ার পর নিরাপদ আশ্রয় কেন্দ্রে না যাওযার কারনে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি ঘটে। প্রাকৃতিক দুর্যোগের সময় নিজেও সতর্ক হবো অন্যকেও সতর্ক করবো। আগে মানুষের জীবন পরে সম্পদ তাই দুর্যোগ শুরু হওয়ার আগে এই আশ্রয়কেন্দ্রে সবাই আশ্রয় নেওয়ার অনুরোধ জানান বক্তারা। এই আশ্রয় কেন্দ্র শুধু মানুষের জীবন রক্ষার কাজে ব্যবহার করা হবে না এই আশ্রয় কেন্দ্র বিভিন্ন কাজে যেমন মিটিং, আলোচনা সভা,বিয়ে ও সামাজিক অনুষ্টান করার জন্যও ব্যবহার করা যাবে।
উপস্থিত ছিলেন কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা, বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি, গ্রাউস এর প্রকল্প কর্মকর্তা ক্য নু মং মারমা, কেয়ার বাংলাদেশের মাল্টিপারপাস ডিজাস্টার সেল্টার সাপোর্ট ( এমপিডিএস) প্রকল্প কর্মকর্তা আব্দুল মতিন তালুকদার, ইউপি সদস্য বাসি মং মারমা ও তুংক্ষ্যং পাড়াবাসী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন >>>“শোক সংবাদ” জেলা শ্রমিকদলের সাংগঠনিক আবু তাহের সওদাগর’র মাতা আর নেই।