নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের সওদাগর ও বান্দরবান জেলা স্বেচ্ছসেবকদলের যুগ্ন আহবায়ক ইমরান তালুকদার’র মমতাময়ী মাতা জনাবা ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যু কালে তাহার বয়স ৭০ বছর। দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আই,সি,উ ইউনিটে ভর্তি করানো হলে আজ মধ্যরাতে তার মৃত্যু হয়।
তাহার মৃত্যুর খবর শুনতে পেয়ে তাহার বাসভবনে ছুটে এসে খবরা খবর নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ রাজ পুত্র সাচিং প্রু জেরী ও বান্দরবান সদর উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস সহ বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গন।
শত শত মুসুল্লীর অংশগ্রহনে আজ বেলা ১১টায় পৌর সদরের বালাঘাটা মডেল মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়, পড়ে সামাজিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পূর্ণ করা হয়।
আরো পড়ুন >>>অসতর্কতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি বেশি হয়: ফায়ার সার্ভিস উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি