Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বড়দিন উৎসব উপলক্ষে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা

আরাফাত খাঁন
আপডেট : December 23, 2025
Link Copied!

বড়দিনের উৎসব ঘিরে পাহাড়ী পল্লিতে দেখা মিললো আগাম উৎসবের আমেজ।খৃষ্টান ধর্মালম্বী বৃহৎ জনগোষ্ঠীর বসবাস রয়েছে বান্দরবান জেলাজুড়ে।চলছে ক্রিসমাস উদযাপনের শেষ মুহুর্তের প্রস্তুতি।

এরই ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে খৃষ্ঠান ধর্মালম্বী জাতিগোষ্ঠীর সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে তৃতীয় ধাপের মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বড়দিনের উপহার হিসেবে ফারুক পাড়া কমিউনিটি সেন্টারকে ব্যবহার্য সামগ্রী উপহার দিলো বান্দরবান জোন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বান্দরবান জোন এর ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব নেতৃবৃন্দদের হাতে ব্যবহার্য সামগ্রী হিসেবে ফ্যান,চেয়ার,টেবিল হস্তান্তর করেন।

এসময় ফারুক পাড়া কমিউনিটি সেন্টারের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সাবেক ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এসময় ফারুক পাড়াস্থ তরুনরা জানান,সেনাবাহিনী কতৃক ব্যবহার্য সামগ্রী প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। বড়দিনের মতো উৎসবে এমন উপহার প্রদান করায় বান্দরবান জোন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এবিষয়ে বান্দরবান জোন জানায়,বান্দরবান একটি সম্প্রীতির জেলা।এ জেলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের মাঝে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে ইতিমধ্যে এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে এবং আগামীতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

আরো পড়ুন→কাপ্তাই-রাঙ্গামাটি সংযোগ সড়কে আতঙ্কের আরেক নাম বন্য হাতি