বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন,ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে আগরতলার এ পাড়ে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি করবে বিএনপির তিন সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা ভার্চুয়ালি বৈঠক করেন শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে। তখনই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বুধবার নয়াপল্টন থেকে গাড়িবহর নিয়ে আখাউড়ার উদ্যেশ্য রওনা হবেন এই তিন সংঘটনের নেতাকর্মীকর্মীরা। পথিমধ্যে তাদের সঙ্গে বিভিন্ন জেলার নেতারা যোগদান করবেন। জানা যায় এই তিন সংঘটনের নেতৃতে আখাউড়ায় একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যৌথ উদ্যোগে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়। এসময় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেন নেতারা।
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খন্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। সংগঠন তিনটির নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিতে গেছে।
আরো পড়ুন >>>পিআরএলসি প্রকল্পে থানচি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা