Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

কচ্ছপিয়া যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার স্বরণে দোয়া ও মিলাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে সদ্য প্রয়াত আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বরণে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারী) বেলা ২টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হান্নান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার মাটি ও মানুষের প্রিয় নেতা,সাবেক সফল এমপি আলহাজ লুৎফুর রহমান কাজল বলেন,বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ও তার জানাজায় প্রমাণ করে তিনি  দেশে, বিদেশের মানুষের মনে এক অবিসংবাদিত নেতা। তার মৃত্যুতে এদেশের মানুষ দলমত নির্বিশেষে একাকর।

এজন্য বেগম জিয়ার কপিন দেশের শীর্ষস্থানীয় আলেম,ওলামারা কাঁধনিয়ে অঝোরে কেঁদেছেন এটাই প্রমাণ করে মরহুমা বেগম খালেদা জিয়া এক আর্দশের নাম। এসময় তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার আত্মার শান্তি কামনা করে তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবেদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মেরাজ আহমদ মাহিন চৌধুরী, রামু উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন, সদস্য সচিব তৌহিদু ইসলাম, উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম টিপু,কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক আহমদ, সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, আব্দুল খালেক, কলিম উল্লাহ কলিম, মোঃ আব্দুল্লাহ,

সাবেক সভাপতি কামরুল হাসান সোহেল, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, কচ্ছপিয়া যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন শাহীন সিকদার, যুবদল নেতা গিয়াস উদ্দিন, লিটন,ওসমান,মিজান,উদয়ন কর্মকার,হিমু, ছাত্রদল সভাপতি ছুরুত আলম, তৌহিদ, দেলোয়ার, নুরুল আমিন,সাহাব উদ্দিন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত করেন গর্জনিয়া বাজার জামে মসজিদের ইমাম মওলানা হাফেজ শিহাব উদ্দিন। এছাড়াও দোয়া ও মিলাতে আগতদের নিয়ে প্রতিভুজের আয়োজন করেন ইউনিয়ন যুবদল।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে খালেদা জিয়ার মাগফেরাতে কোরআনে খতম ও দোয়া মাহফিল