নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবরণা পূর্ণিমা পালনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আর্থিক অনুদান প্রদান করেন রোয়াংছড়ি সেনাবাহিনী।
শনিবার(১৯ অক্টোবর )রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রোয়াংছড়ি প্রবারণা উৎসব উদযাপন কমিটি’র) হাতে নগদ অর্থ বিতরন করেন সেনাবাহিনী।
প্রতি বছরে ন্যায় এবার ও জাকজমকপূর্ণ আয়োজনে রোয়াংছড়ির যেদ বোন বৌদ্ধ বিহারের সামনে ও রোয়াংছড়ি যাদিতে হাজার প্রদীপ প্রজ্জলন সহ প্রবারনা পূর্ণিমার ধর্মীয় এ উৎসবকে আরও জাঁকজমক পূর্ণ করে তুলতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্থানীয় যুব সমাজের নেতৃত্ব অত্যন্ত আনন্দঘন ও সাধারণ মানুষের অংশগ্রহণে পালিত হয় বৌদ্ধ ধর্মের এই অনুষ্ঠান।

সকল সম্প্রদায়ের সকল গোত্রের সকল ধর্মের অংশগ্রহণে সর্বদা রোয়াংছড়ি সেনাক্যাম্প সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ আয়োজন ও নিরাপত্তা জোরদার করেন।অসাম্প্রদায়িক চেতনায়, সুন্দর সমাজ ব্যবস্থা ও জাতি গঠনে যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন জাকজমকপূর্ণ করে তোলার উদ্দেশ্যে ক্যাম্প কর্তৃক এই আর্থিক অনুদান প্রদান করা হয়। ইতিপূর্বেও বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসবে সেনা ক্যাম্প কর্তৃক প্রত্যক্ষ উপস্থিতিসহ নগদ আর্থিক অনুদান ও বিভিন্ন উপঢৌকন প্রদান করা হয় যা স্থানীয় সমাজের সুশীল মানুষের মনকে আরো অনুপ্রাণিত ও ধর্মীয় স্বাধীনতার বিকাশে সহায়ক হয় বলে ধারণা করা হয়.ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্যাম্প কর্তৃক জানান।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক নিরাপত্তা প্রদান সহ দূর দুরান্তে হতে আগত সাধারণ পুন্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সর্বাত্মক পদক্ষেপ নেন সেনাবাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ও স্থানীয়দেরকে নিরাপত্তায় সর্বাত্মক সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছেন সেনাবাহিনী।
উৎসবে শেষ দিনে ক্যাম্প কর্তৃক স্থানীয় যুব সমাজকে ও জেড বন বৌদ্ধ বিহার প্রতিনিধির উপস্থিতিতে রোয়াংছড়ি ক্যাম্পে ক্যাপ্টেন নেহাল, ৫ হাজার টাকা নগদ আর্থিক অনুদানসহ ধর্মীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন.এ সময় তিনি ফানুস উড়িয়ে ধর্মীয় এ উৎসবে শামিল হন।এসময়ে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ভদন্ত. চাইন্দাওয়াইংসা ভিক্ষু, রোয়াংছড়ি সেনাবাহিনীর সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃআলমগীর, রোয়াংছড়ি মারমা যুব সংঘের সদস্য ক্যওয়াইমং মারমা, চসিংথোয়াই, মারমা,উটিংমং মারমা,অংহ্লাথোয়াই মারমাসহ প্রমুখ।
আরো পড়ুন
ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: বান্দরবান জেলা জামায়াত নেতা কালাম