থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া সনাতনী বাণী অর্চনা সংঘের উদ্যোগে ও আয়োজনে ৭ম বর্ষপূর্তি শ্রী শ্রী বাণী অর্চনা পূজা উপলক্ষে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী শ্রী শ্রী সরস্বতী পূজা উৎসব উদযাপিত হচ্ছে। উৎসবের দ্বিতীয় দিনে আজ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা কর্মসূচির মধ্য দিয়ে পূজা কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মঙ্গল শোভাযাত্রা, পুস্পাঞ্জলী নিবেদন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণসহ বিশেষ প্রার্থনার মাধ্যমে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ভক্তদের উপস্থিতিতে পূজা মণ্ডপ উৎসবমুখর হয়ে ওঠে। সন্ধ্যায় বাণী অর্চনা সদস্যদের পরিচিতি, আমন্ত্রিত অতিথি বৃন্দের নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হবে।
এ বছর পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়েল দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পংকজ কর্মকার। তাঁদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজক কমিটি জানায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পূজা উপলক্ষে এলাকার সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আগামীকাল তৃতীয় ও শেষ দিনে সাঙ্গু নদী ঘাটস্থ শ্রী শ্রী সরস্বতী মায়ের প্রতিমা নিরঞ্জনের মাধ্যমেই এবারের পূজা উৎসব শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আরো পড়ুন→অতিরিক্ত মালবোঝাই যানবাহনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বান্দরবানের সড়ক


