Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ডদান অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : November 5, 2025
Link Copied!

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবান জেলা সদরে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ডদান অনুষ্ঠান।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টায় মহাপিন্ড দান অনুষ্ঠান শুরু হয়। এই উপলক্ষে বান্দরবান খ্যং ওয়া ক্যং (রাজগুরু বৌদ্ধবিহার) চার শতাধিক বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উজানিপাড়া,মধ্যমপাড়া,রাজবাড়ীসহ আশপাশের এলাকাগুলোয় খালি পায়ে প্রদক্ষিণ করে পিণ্ডদান গ্রহণ করেন।

পিণ্ডদান অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন এবং বৌদ্ধভিক্ষুদের সাথে যোগ দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, বিহার পরিচালনা কমিটির সদস্য অংচোমং,বিএনপি নেতা,চনু মং, মং শৈ ম্রাই প্রমূখ।

রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষরা। পিণ্ডদান অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা,চাল,ফল,মিষ্টি, মোম ও আগরবাতিসহ নানা উপকরণ দান করে দেশ ও জাতির সুখ শান্তি কামনা করা হয়। প্রতিবছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য এই মহাপিণ্ডদান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, প্রতি বছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবরদান অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে এই মহাপি-দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কথিত আছে গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধপল্লীতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মালম্বীরা যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮ দোকান