Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

অনুশীলনেই চমক দেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
আপডেট : August 2, 2018
Link Copied!

ফুটবল বিশ্বের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩৩ বছরের অন্যান্য তারকারা যখন অবসরের চিন্তাভাবনা শুরু করেন, তিনি হেঁটেছেন উল্টোপথে। নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন বলেই ৯ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে। লা লিগা ছেড়ে সিরি এ’তে।

৩৩ বছর বয়সে এসেও রোনালদোর শারিরীক সক্ষমতা হার মানাবে ২০ বছর বয়সি তরুণ ফুটবলারকে। এখনও যিনি বিশ্বকাপের অন্যতম ফিট খেলোয়াড়ের তকমা পান। তাকে নিয়ে আপাতত জুভেন্টাস সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

মঙ্গলবারের অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যা করলেন, তা দেখে জুভেন্টাস সমর্থকদের উন্মাদনা আরও বেড়ে গেছে। বলকে যে তিনি কথা বলাতে পারেন, জুভের ভিনোভো ট্রেনিং বেসে সেটাই দেখালেন সি আর সেভেন। কিছুটা দূর থেকে বল চিপ করেন রোনালদো। নিশ্চিত ছিলেন, বল বারে লাগবেই। তাই বলে শট মেরেই এগিয়ে গেলেন গোলের দিকে।

বল গিয়ে ঠিক লাগল বারে। ফিরতি বলে চোখ রেখে ডান কাঁধ দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। এই ‘‌শোল্ডার গোলে’‌র ছবি নিজেদের টুইটার পেজে পোস্ট করেছে জুভেন্টাস। তারপরই তা রীতিমতো ভাইরাল।