Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম হতে পারে চেইঞ্জ মেকার

সুফল চাকমা
আপডেট : January 22, 2026
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মই হতে পারে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি—এমন প্রত্যয়ে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বান্দরবানের বিএনকেএস কনফারেন্স হলরুমে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

নাগরিক সংলাপে অংশগ্রহণকারী বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠী শুধু ভবিষ্যতের নাগরিক নয়, বরং বর্তমান সমাজের সক্রিয় অংশীজন। সামাজিক বৈষম্য, বেকারত্ব, সহিংসতা, দুর্নীতি, জলবায়ু সংকট ও মানবাধিকার লঙ্ঘনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের চিন্তা, নেতৃত্ব ও উদ্ভাবনী শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাগরিক সংলাপের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সচেতন করা, মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি করা এবং তাদেরকে সমাজ পরিবর্তনের ‘চেইঞ্জ মেকার’ হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনা দেওয়া। বক্তারা জানান, চেইঞ্জ মেকার বলতে সেই ব্যক্তিকে বোঝায়, যিনি সমাজের সমস্যা চিহ্নিত করে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেন। তরুণদের মধ্যে রয়েছে সাহস, উদ্যম, প্রযুক্তিগত দক্ষতা ও নতুন চিন্তার শক্তি।

সংলাপে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—গণতন্ত্র, সুশাসন ও নাগরিক দায়িত্বে তরুণদের অংশগ্রহণ, ভোটাধিকার ও রাজনৈতিক সচেতনতা, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে তরুণদের ভূমিকা এবং স্থানীয় সরকার ও কমিউনিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ।

এছাড়া নারী ও কন্যার প্রতি সহিংসতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তরুণদের নেতৃত্ব, জেন্ডার সমতা ও মানবাধিকারের ধারণা, জিবিভি (GBV) প্রতিরোধে তরুণদের করণীয় এবং আইনগত সহায়তা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে তরুণদের সম্পৃক্ততা নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, আগামী বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে দক্ষ ও আত্মনির্ভর তরুণ প্রজন্ম অপরিহার্য। এ জন্য কারিগরি ও জীবনমুখী শিক্ষা, উদ্যোক্তা হওয়া, সামাজিক ব্যবসা, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় সম্পদ ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় তরুণরাই পারে পরিবেশবান্ধব চিন্তা ও আন্দোলনের নেতৃত্ব দিতে। এ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা, স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা উদ্যোগ এবং টেকসই জীবনযাপনের ওপর জোর দেওয়া হয়।

সংলাপে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সামাজিক পরিবর্তন, সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে তরুণদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

সংলাপের শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি যৌথ করণীয় নির্ধারণ করা হয়। এতে ব্যক্তিগত ও দলগত অঙ্গীকার, তরুণ নেটওয়ার্ক গঠন, স্থানীয় পর্যায়ে নিয়মিত নাগরিক সংলাপ আয়োজন এবং তরুণ চেইঞ্জ মেকারদের জন্য মেন্টরশিপ ও সহায়তা কাঠামো তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, এই নাগরিক সংলাপ তরুণদের শুধু শোনার জায়গা নয়, বরং ভাবনা, প্রশ্ন ও সমাধান নিয়ে এগিয়ে আসার একটি কার্যকর মঞ্চ। তরুণ প্রজন্ম যদি সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল হয়—তবে আগামী বাংলাদেশ হবে আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক।

বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন নারী নেত্রী ও নারী হেডম্যান সানু চিং চৌধুরী। প্রকল্প ম্যানেজার ভানমুনসিয়াম বম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন নারী নেত্রী নেমকিম বম, মায়ে প্রু মারমা, থোয়াই চিং মং (কার্বারী), উম্যা মং মারমা (কার্বারী) এবং বিএনকেএস-এর নির্বাহী উপ-পরিচালক উবানু মারমা। সংলাপে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষার্থী, হেডম্যান, কার্বারী ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→থানচিতে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভা ও গণসংযোগ