Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

দলীয় নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

পাহাড়কন্ঠ ডেস্ক
আপডেট : January 20, 2026
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে জাতীয় রাজনৈতিক দলসমূহের কাছে চিঠি পাঠিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনের দুই যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনাসহ পাঁচ দফা দাবিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিটি ইতোমধ্যে বিএনপি, সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ, গণসংহতি আন্দোলন, এনসিপি, জামায়াতসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও ২৮ বছর পেরিয়ে গেলেও এর মৌলিক বিষয়সমূহ বাস্তবায়িত হয়নি। ফলে পার্বত্য সমস্যা এখনো অমীমাংসিত রয়ে গেছে এবং অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে পার্বত্য সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্টিত