Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্টিত

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : January 20, 2026
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশ ও সামাজিক সংগঠন ও সুধীজনের অংশগ্রহনে “গনভোট

-২০২৬ সংসদ নির্বাচন’ দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোট বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বান্দরবানের উপ-পরিচালক মাহবুবউল করিম।

প্রধান অতিথি মোহাম্মদ মাহাুবুউল করিম বলেন, ২০২৪ সালে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্টের একটি বড় আকাঙ্ক্ষা জনগণের মধ্যে প্রকাশিত হয়েছে। সে পেক্ষিতেই সংস্কার কমিশন গঠন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সংস্কার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবিধানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে আগে।

রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ সেলক্ষেই সাধারণ মানুষের মতামত নিতেই গণভোটের আয়োজন করা হয়েছে।

আমরা যদি আগামীর বাংলাদেশ তথা রাষ্ট্রকে সংস্কার করতে চাই, পরিবর্তন করতে চাই তবে হ্যাঁ ভোট দিবেন, আর যদি পরিবর্তন করতে না চান তবে না ভোট দেবেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইসমাত জাহান ইতু,বান্দরবান সহকারী কমিশনার ভুমি চৈতন্য রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক,বান্দরবান স্থানীয় উপপরিচালক এর উপ-প্রশাসনিক কর্মকর্তা জুলেখা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।