Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে ডাম্প ট্রাক খাদে পড়ে চালক নিহত

রেমবো ত্রিপুরা
আপডেট : January 8, 2026
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় এক সিভিল ডাম্পার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে থানচি–লিক্রি সড়কের তিন্দু ইউনিয়নের ৫৬ কিলোমিটার এলাকায় পুনিয়া পাড়া ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি–লিক্রি সড়কের নির্মাণকাজে নিয়োজিত একটি সিভিল ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁকে মোড় নেওয়ার সময় প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
গুরুতর আহত অবস্থায় ডাম্পার চালককে উদ্ধার করে দ্রুত থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার বলেন, রাস্তা কাজে নিয়োজিত ডাম্পার গাড়ি দুর্ঘটনায় চালক মৃত্যু ঘটনা ঘটে। এই নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারকে লাশ হস্তান্তর করা হয়।
দুর্ঘটনায় নিহত গাড়ি চালকের পরিচয় রাঙামাটি পার্বত্য জেলা কাউখালী উপজেলায়, বেতবুনিয়া, সাপমারা গ্রামের চিংবাইঅং মারমা ছেলে উসিপ্রু মারমা (৩৬) বলে জানা যায়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে এক বসতবাড়ি পুড়ে ছাই