বান্দরবান প্রতিনিধিঃ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের অধিকার , শিক্ষা উন্নয়ন ও সামাজিক কল্যাণে অগ্রণী সংগঠন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কেক কাটা , সাংস্কৃতিক পরিবেশনা এবং স্মৃতিচারণমূলক বক্তব্য। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ , শিক্ষার্থী , শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য শ্রী রাজুময় তঞ্চঙ্গ্যা , উজ্জল তঞ্চঙ্গ্যা (মহাসচিব বাতকস কেন্দ্রীয় কমিটি)
বিরলাল তঞ্চঙ্গ্যা সাধারণ সম্পাদক ( বাতকস বান্দরবান অঞ্চল ) ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক
সুচিত্রা তঞ্চঙ্গ্যা ও কেন্দ্রীয় সহ সভাপতি ও বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি শিমল তঞ্চঙ্গ্যা।
আলোচনা সভায় উজ্জল তঞ্চঙ্গ্যা ( মহাসচিব বাতকস কেন্দ্রীয় কমিটি ) বলেন , প্রতিষ্ঠালগ্ন থেকে BTSWF তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে সংগঠনটির অবদান প্রশংসনীয়।
আরও প্রধান অতিথি রাজুময় তঞ্চঙ্গ্যা বলেন , গত দুই দশকে সংগঠনটি একটি শক্তিশালী ছাত্রকল্যাণমূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ভবিষ্যতে আধুনিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং আগামীর পথচলায় সংগঠনের সফলতা কামনা করা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আরো পড়ুন→রুমা ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ


