Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমা ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ

চনুমং মারমা
আপডেট : January 6, 2026
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বান্দরবান জেলার রুমা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ১১টা ৩০ ঘটিকায় রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রুমা উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, ছাইপো পাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্ত মানুষের মাঝে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, পদাতিক, অধিনায়ক, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ।

উল্লেখ্য, এর আগেও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ত্রাণ কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন→বান্দরবানে বিজিবির অভিযানে মিয়ানমার ২ নাগরিক আটক